শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’ এর আয়োজনে ’ডপস’ সদস্য মেধাবী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণদের শুভেচ্ছা ও দিক নির্দেশনা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারী শনিবার শহরের সজবরখিলা ‘ডপস’ ছাত্র মেসে এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি।
এসময় সাংবাদিক ও লেখক রফিক মজিদ, প্রভাষক মহিউদ্দিন সোহেল, কবি হাসান শরাফত এবং ডপস প্রশাসিনিক কর্মকর্তা মো. শহিদ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় ‘ডপস’ এর ৩৫ জন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।