You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেরপুরে উল্টো রথযাত্রা সারম্ভরে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও ইসকনের যৌথ উদ্যোগে ৩ জুলাই সোমবার বৃষ্টিভেজা বিকেলে শহরের গোপাল জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ঢাক-ডোল ও নারী ভক্তদের উলুধ্বনিতে শহর মুখরিত হয়ে উঠে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি প্রথমে মা ভবতাঁরা মন্দিরে যায়। সেখান থেকে গোপাল ও জগন্নাথ বিগ্রহ নিয়ে ফের গোপাল জিউর মন্দিরে আসে। পরে ইসকন মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পূজা পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সম্পাদক কানু চন্দ্র চন্দ, যুগ্ম সম্পাদক মলয় চাকী, ইসকন অধ্যক্ষ উত্তম ব্রহ্মচারী প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে গোপাল জিউর মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!