শেরপুরে উল্টো রথযাত্রা সারম্ভরে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও ইসকনের যৌথ উদ্যোগে ৩ জুলাই সোমবার বৃষ্টিভেজা বিকেলে শহরের গোপাল জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ঢাক-ডোল ও নারী ভক্তদের উলুধ্বনিতে শহর মুখরিত হয়ে উঠে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি প্রথমে মা ভবতাঁরা মন্দিরে যায়। সেখান থেকে গোপাল ও জগন্নাথ বিগ্রহ নিয়ে ফের গোপাল জিউর মন্দিরে আসে। পরে ইসকন মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পূজা পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সম্পাদক কানু চন্দ্র চন্দ, যুগ্ম সম্পাদক মলয় চাকী, ইসকন অধ্যক্ষ উত্তম ব্রহ্মচারী প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে গোপাল জিউর মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।