শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানুর মা মোছাঃ আয়াতুন্নেছার (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। ২৭ অক্টোবর শনিবার সকাল ১১টায় সদর উপজেলার বামনেরচর গ্রামস্থ নিজ বাড়িতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় পরিবারের পক্ষে মরহুমার দ্বিতীয় পুত্র ছানুয়ার হোসেন ছানু এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমার আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, যোগিনীমুড়ার পীরসাহেব আবু রাশেদ মোঃ বাকের প্রমুখ। জানাজায় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও ফখরুল মজিদ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকসহ আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
পরে বেলা ১২টায় মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান এবং জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। পরে মরহুমাকে স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর মায়ের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
উল্লেখ্য, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় ২৬ অক্টোবর শুক্রবার রাত ১২টায় শহরের জামান হেলথ কমপ্লেক্সে ইন্তেকাল করেন মোছাঃ আয়াতুন্নেছা। মৃত্যুকালে তিনি স্বামী আমজাদ হোসেন, ৩ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। চরশেরপুর ইউপির সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান দুলাল মরহুমার প্রথম ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মেহেদি কনিষ্ঠ পুত্র। তিনি এলাকায় একজন দানশীল ও খোদাভীরু মহিলা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।