You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরে উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে শেরপুরেও শুরু হবে উন্নয়ন মেলা । শহরের ডিসি উদ্যানে (কালেক্টরেট চত্তর ) এই মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকাল ৪ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম , শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ,প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জেলার উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডিসি উদ্যান (কালেক্টরেট চত্তরে ) মেলার উদ্বোধন হবে বলে জানান।

তিনি আরো বলেন,মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৯০টি স্টল বসবে। মেলাতে জনগনের উপস্থিত বাড়াতে প্রতিদিন কবিতা পাঠের আসর, নাটিকাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শেরপুরের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের জীবনগাথাঁসহ আর্কষনীয় ইভেন্ট রাখা হয়েছে।

যাতে শেরপুরের মানুষ এসব আনন্দ বিনোদনের পাশাপাশি জেলার উন্নয়ন সম্পর্কে জানতে পারে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!