শেরপুরে উত্তরা স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের বাসটার্মিনালের সৌদিয়া ভবনে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মো রেজাউল করিম । পরে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে ওই হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এস এম শহিদুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম ।
বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, শ্রীবরদী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, চিকিৎসকদের সংগঠন বিএমএ এর শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান , মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ সুরুজ্জামান, ওই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ আঃ মতিন বক্তব্য রাখেন ।
পরে প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী মাইসাহেবা মসজিদের খতিব মাওলানা আকরাম হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন।