শেরপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১শ পিস ইয়াবাসহ সবুজ মাহমুদ (৩০) নামে এক ফটোকপিয়ার মেশিন বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে শহরের নিউ মার্কেটে নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত সবুজ ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, শেরপুর শহরের নিউ মার্কেটে ফটোকপিয়ার মেশিন বিক্রির অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল সবুজ মাহমুদ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে তার দোকানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১শ পিস ইয়াবাসহ সবুজ মামুদকে হাতেনাতে আটক করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, মাদকের উৎস কোথায় তা বের করতে আটক সবুজ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তার বিরুদ্ধে মাদক আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।