‘আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক’ এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক শেরপুর শাখার পলী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী কেন্দ্র প্রধান প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনের জোন প্রধান ড. মুহাম্মদ সোলায়মান।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর শাখা প্রধান এএএম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক মো. আশরাফ উদ্দিন, তরুন ব্যবসায়ী মো.সাদুজ্জামান সাদী, আরডিএস ময়মনসিংহ জোনের জোন ও প্রিন্সিপাল অফিসার মো. এটিএম. সরোয়ার হোসাইন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শেরপুর শাখা ম্যানেজার অপারেশনস মো.শামীম ছিদ্দিকী, কেন্দ্র প্রধান মিনা রানী কর, ছাইদুর রহমান, হোসনেয়ারা বেগম, শিউলী বেগম, সোঞ্জিতা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্প শেরপুর শাখার প্রকল্প কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। এতে ২০০টি কেন্দ্রের ৪০০ জন কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধান অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৫টি শ্রেষ্ঠ কেন্দ্রের প্রধানকে বিশেষ পুরস্কার প্রদান করেন।