মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করছেন।
দলীয় মনোনয়নের চিঠি যাঁরা পেয়েছেন, তাঁদের একটি তালিকা পাওয়া গেছে। এই তালিকা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে আওয়ামী লীগ শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকায় যাঁদের নাম আছে, তাঁরা হলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর -১ আসনের বর্তমান এমপি আতিউর রহমান আতিক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী ) আসনের বর্তমান এমপি মতিয়া চৌধুরী , শেরপুর-৩ ( ঝিনাইগাতী -শ্রীবরদী ) আসনের বর্তমান এমপি একেএম ফজলুল হক চান ।