স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শেরপুরের ঝিনাইগাতী উপজেলাতে আসছেন। আগামী ২৩ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতীর নবনির্মিত থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি।