চলতি আলিম পরীক্ষায় শেরপুরের ২৪টি মাদ্রাসার মধ্যে ৭টি মাদ্রাসায় শতভাগ পাস করেছে। শতভাগ পাস ও ৪ টি জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে রয়েছে শেরপুর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা। এখানে ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪জন জিপিএ-৫সহ সবাই পাস করেছে। ১৭ জুলাই বুধবার প্রকাশিত মাদ্রাসা বোর্ডের ফলাফল পর্যালোচনায় ওইসব তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য মতে, শতভাগ পাশ করা অন্য ৬টি মাদ্রাসা হচ্ছে বিবিরচর রাহমানিয়া ফাজিল মাদ্রাসা, পাঁচকাহনীয়া আলিম মাদ্রাসা, ধুকুরিয়া আলিম মাদ্রাসা, রাজনগর রাহমানিয়া ফাজিল মাদ্রাসা, নালিতাবাড়ী গড়কান্দা মহিলা আলিম মাদ্রাসা ও কুমড়ি তেঘরিয়া ফাজিল মাদ্রাসা।