শেরপুরে মানবাধিকার বিষয়ক সংগঠন ‘আমাদের আইন’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জুন শনিবার সন্ধ্যায় জেলা পরিষদের সম্মেলন কক্ষ নিসর্গে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান।
এ উপলক্ষে ইফতারপূর্ব এক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, পৌর সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। আমাদের আইনের শেরপুর জেলা শাখার সভাপতি নুর-ই-আলম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন। পরে দোয়া শেষে ইফতার মাহফিলে অংশ নেন অতিথিসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।