“আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর শনিবার শেরপুরে র্যালি, মানববন্ধন. আলোচনা সভা,গণসাক্ষর সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা দুর্নীিিত প্রতিরোধ কমিটির সহযোগিতায় শনিবার সকালে জেল শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির পায়রা কবুতর উড়ানোর মধ্যদিয়ে র্যালির উদ্ধোধন করেন জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন।
পরে র্যালিটি শহর প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ন চন্দ্র হোড়।