দিনাজপুরের ২য়শ্রেনীর শিক্ষার্থী মাইশার অবৈধ ইটভাটা বন্ধের চিঠি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর শেরপুরে অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধে এবার ইউএনও কে চিঠি লিখলেন জেলার নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র শান্ত।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানকে উদ্দেশ্য করে শান্ত লিখেন, মাননীয় ইউএনও স্যার,সালাম নিবেন। আমি ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ি। আমাদের ফকিরপাড়া গ্রাম থেকে জামিরাকান্দা ব্রিজ পর্যন্ত রাস্তার উপর বালু থাকায় সাইকেল চালিয়ে যেতে পারিনা। অনেকেই বালুতে স্লিপ করে গড়িয়ে পড়ে যায়। তাছাড়াও রাস্তার বালুভর্তি কাকড়া ট্রাকগুলো দ্রুতগতিতে চলার কারণে বালু উড়তে থাকায় আমাদের দম নিতে খুব কস্ট হয়। আমাদের জীবন নিরাপদ করার জন্য অবৈধ উপায়ে বালু অপসারণ করা ও গাড়ী গুলোকে বন্ধ করা জরুরী। আপনার একটু উদ্যোগ পারে আমাদের জীবন নিরাপদ করতে। আশা করি দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।
আবেগঘন এই চিঠিটি গত ৩১মার্চ নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানকে দেয়া হলে তিনি চিঠি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এব্যাপারে তিনি জানান, আমি চিঠিটি পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি । সেখানে গিয়ে বালু উত্তোলনে ব্যবহিত ট্রাক্টর মেশিন ধ্বংশ করি এবং ভাড়ায় চালিত বেকু মেশিন অপারেটরকে সর্তক করেছি । শিক্ষার্থীর এ চিঠির বিষয়টি আমাদের নজরে আছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।