ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে দেশের সব চেয়ে বড় অনলাইন শপ দারাজ ফ্যানক্লাব প্রথমবারের মতো শেরপুরে ফ্যানমিট’র আয়োজন করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেলে শহরের হোটেল সম্রাটের সম্মেলন কক্ষে এই ফ্যানমিটের আয়োজন করা হয়।
এতে দারাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক। আরো বক্তব্য রাখেন হেড অফ বিজনেস ডেভলপমেন্ট ইয়াসির আহসান ও হেড অফ ক্রস-বর্ডার বাংলাদেশ এহতেশাম এরাম প্রমুখ।
এ সময় দারাজের গ্রাহকদের অংশ গ্রহনে পণ্যের ডেলিভারি, গুণগতমান, রিটার্ন ও রিফান্ড পলিসি বিষয় আলোচনায় উঠে আসে। অলোচনায় গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসা, অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করা হয়।
কর্মকর্তারা জানান, দারাজের ক্রেতারা এই ফ্যানমিটের মাধ্যমে সরাসরি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলতে পারবেন। তারা আরো জানান, পর্যায়ক্রমে দেশের ৬৩টি জেলায় এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরো সুদৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরো বিকশিত করবে বলেও উল্লেখ করেন তারা।