শেরপুরে শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান রমনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্স পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আতিউর রহমান আতিক এমপি।
৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ বুলবুল সড়ক এলাকার ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজ-খবর নেন ও তাদের সান্তনা দেন।
ওইসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মো. আসাদুজ্জামান রওশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আরিফ হোসেন ও শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির আহবায়ক মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর পৌণে ২ টার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের করিম পাগলা মার্কেটসংলগ্ন রমনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্সের দুতলায় থাকা গোডাউনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে গোডাউনে থাকা বিভিন্ন ধরনের ঘড়ি, শিশুদের খেলনা ও ডিজিটাল ঘড়ি তৈরির মেশিন পুড়ে যায়। এছাড়া পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।