শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ সকালে ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ শ্লোগানে জেলা কালেক্টর চত্তর থেকে এক বর্ণাঢ্যর্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম।
জেলা সমাজসেবার সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিলসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এর আগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফান্ডেশনের সৌজন্যে প্রতিবন্ধীদের মাঝে ৪৭টি হুইলচেয়ারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়।
এদিকে ঝিনাইগাতীতে ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আজ মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, চারটি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার নাগরিক উপস্থিত ছিলেন।
এদিকে নকলাতে সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে নকলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবার যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে র্যালীর অগ্রভাগে, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানজিল আহমেদ চৌধুরী, নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অটিজম শিশু ও বিভিন্ন অটিষ্টিক স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।