জেলার সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে বলাইরচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ বাজেট সভায় ইউপি সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সারোয়ার জাহান নাছির।
কোরআন তেলাওয়াত এবং সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সর্বস্তরের জনতার উপস্থিতিতে ইউপি সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন ওই ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের সর্বমোট ২ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা পরবর্তী উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক ইউপি সদস্য যথাক্রমে মোঃ শামসুল হুদা, মোঃ হাসমত আলী, মোঃ দুলাল হোসেন, মোঃ জুলহাস উদ্দিন, চরশ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার হাসান ফরিদ, সাবেক ছাত্রলীগ সভাপতি এম এ মমিন আকাশ, ছাত্রনেতা এস এম সোহেল তাজসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা ।
বাজেট আলোচনায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বৃক্ষরোপন খাতে অধিক গুরুত্বারোপ করেন।