You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

 

নাইম ইসলাম ও সুখন : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার বিকালে উপজেলার চন্দ্রকোনা বাজার সংলগ্ন মৃগী নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

স্থানীয় চন্দ্রকোনা বাজার ব্যবসায়ী সমিতির অর্থায়নে ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ১০ টি দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত এ নৌকা বাইচে ৩ টি ক্যাটাগরীতে পুরুষ্কার প্রদান করা হয় ।

এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন , স্থানীয় চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দীকি ,ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!