করোনার প্রভাবে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে শেরপুরের নরসুন্দর ও হকাররা। কর্মহীন হয়ে পড়া নরসুন্দর (নাপিত) ও পত্রিকার হকারদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। আজ বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গনে নরসুন্দরদের হাতে ২০হাজার টাকা ও হকারদের হাতে ১৫হাজার টাকা তুলে দেন তিনি।
এসময় রুমান বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে অন্যান্য পেশাজীবীর মতো এ দুই পেশার মানুষও প্রায় বেকার হয়ে পড়েছেন। তাই তাদের এ অসহায় পরিস্থিতিতে আমার ব্যক্তিগত উদ্যোগে সামান্য সহায়তা প্রদান করলাম। পর্যায়ক্রমে কর্মহীন হয়ে পড়া অন্যান্য পেশাজীবী সংগঠনের মধ্যেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সহায়তা বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা আরমান মিয়া, জেলা পত্রিকার হকার সমিতির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ ও জেলা নরসুন্দর সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।