You dont have javascript enabled! Please download Google Chrome!

শেখ হাসিনা সরকার সব সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে – একেএম ফজলুল হক

শেখ হাসিনা সরকার মৎস্য, শিক্ষা, যোগাযোগ, কৃষিসহ দেশের সর্বসেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। ১৪ মার্চ মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝি নদীর মরা খাল পুনঃ খননের উদ্বোধনের সময় একথা বলেন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ঘাগড়া মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর জেলা মৎস্য অফিসার জাহিদ হোসেন। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উন্নয়নের আওতায় শালধা ব্রীজ হইতে গাড়ীঘাট ও পাগলারমুখ পর্যন্ত মালিঝি নদীর ৩টি অংশে ১৪ লক্ষ টাকা ব্যয়ে এ খাল পুনঃ খনন করা হচ্ছে। খালটি পুনঃ খনন করা হলে এলাকায় প্রাকৃতিক মাছ চাষের উৎপাদন বৃদ্ধিসহ শুষ্ক মৌসুমে সেচ কাজের উন্নয়ন হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!