আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সবসময় দেশ ও জনগনের কল্যাণের কথা ভাবেন। তার ভাবনায় শুধুই দেশের জনগন। কিভাবে দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা যায় সে চিন্তার তিনি বিভোর থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়, দেশের মানুষের উন্নতি হয়। করোনা ভাইরাস সারা পৃথিবীর অর্থনীতি কাবু করে ফেলেছিল। কিন্তু আমাদের বিচক্ষণ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা দেশের অর্থনীতিকে কাবু করতে পারেনি।
শনিবার (২৪ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের দিনব্যাপী উদ্দীপনামূলক আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বিগত ১৩ বছরে দেশের দারিদ্রতা কমেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ দেশের দায়িত্বভার নেওয়ার সময় দেশে দারিদ্রতার হার ছিল ৪১ ভাগ। বর্তমানে তা নেমে এসেছে ১৮ ভাগে। প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপে দেশে বর্তমানে অতিদরিদ্র মানুষের সংখ্যাও ৫ ভাগে নেমে এসেছে। দেশের ঠিকানা বিহীন লাখো মানুষকে প্রধানমন্ত্রী জমিসহ পাকাঘর করে দিয়েছেন। বছরের প্রথম দিনে দেশের সকল শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী। বিশে^র কোথাও এমন নজির পাওয়া যাবে না।
বিএনপি দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে উপনেতা আরো বলেন, বিএনপি কোনদিন বৈধ পথে ক্ষমতায় আসেনি। বঙ্গবন্ধুকে হত্যা করে, অবৈধ পথে সংবিধান লঙ্ঘন করে জিয়া ক্ষমতায় এসেছিল। এখন নেতাবিহীন বিএনপি জনসমর্থন হারিয়ে, মিথ্যা প্রপাকান্ড ছড়িয়ে, বিদেশীদের কাছে ধর্না দিয়ে দাবী আদায় করতে চায়। কিন্তু শেখ হাসিনা জাতির পিতার কন্যা। তাকে ভয় দেখিয়ে অসাংবিধানিক কোন কিছু করা যাবে না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। কেউ বাঁধা দিতে পারবে না।
এসব আর্থিক প্রনোদনা বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেলের সহকারী পলিশ সুপার রায়হানা ইয়াসমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভুমি) ইফফাত জাহান তুলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নের তৃতীয় শ্রণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মেধাবী ৯ হাজার ৭৫৬ জন শিক্ষার্থীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ১ হাজার টাকা করে মোট ৯৭ লাখ ৫৬ হাজার টাকা ঈদ উপহার দেন। এরআগে তিনি নকলা উপজেলায় এসব আর্থিক প্রনোদনা বিতরন করেন।