আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন। এর পর সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের নেতা হিসেবে তিনি সংসদেরও নেতা নির্বাচিত হয়েছেন।
বৈঠক শেষে বের হয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানাবেন। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯ টি, জাতীয় পার্টি ২২ টি, বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩ টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ২ টি, বিকল্পধারা বাংলাদেশ ২ টি, গণফোরাম ২ টি, জাতীয় পার্টি-জেপি ১টি এবং তরিকত ফেডারেশন ১টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে ৩ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।