প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদরাসা ও কওমী মাদরাসাকে শিক্ষা কারিকুলামের আওতায় এনেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, আপনাদের নিয়ে সবাই খেলেছে কিন্তু কোন কাজ করে নাই। কাজেই কারিকুলামের নিয়ম মেনেই পড়া লেখা করাতে হবে। ফ্রি স্টাইলে পড়ালে চলবে না। তিনি আজ সোমবার (৬ জানুয়ারী) শেরপুরের নালিতাবড়ী উপজেলায় দিনব্যাপী শীতবস্ত্র কম্বল বিতরণকালে পাঁচগাঁও দাখিল মাদরাসা প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এখন বাড়ী থেকে ডেকে এনে কেউ চাকরী দিবে না সে দিন বাংলাদেশ থেকে চলে গেছে। এখন প্রতিযোগিতার মধ্যে টিকে থেকেই চাকরী নিতে হবে। কাজেই ফলাফল যদি ভাল না করেন তার জন্য প্রথম দায়ী থাকবেন গার্ডিয়ান তারপর দ্বিতীয় দায়ী থাকবেন শিক্ষকরা।
তিনি নালিতাবাড়ী উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নের সকল প্রাথমিক, এবতেদায়ী মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের টপটেন মেধাবী শিক্ষার্থীদের ও শীতার্থদের মাঝে কম্বল ও ৫১৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৫শত টাকা করে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নালিতাবাড়ী সার্কেল এসপি জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েজ কুরুণী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, সদস্য গোলাম কিবরিয়া বুলু, কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাজী আজাদ মিয়া, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।