জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুলে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদার সাথে ২৮ সেপ্টেম্বর সোমবার এই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শহর মহিলা লীগের সভাপতি নিলুফা পান্না মিনা,শহর মহিলা লীগের সাবেক সভাপতি আন্জুমান আরা লিপি, যুব মহিলা লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক রুমা সাহা, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাথি আক্তার প্রমুখ।
ওইসময় আরোও জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা মহিলা শ্রমিক লীগ,জেলা যুব মহিলা লীগ, শহর মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী, মানবতার মা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে, একই স্থানে শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়।