শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শেখ হাসিনাসহ তার সকল মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৪ আগস্ট বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ গেইট থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুল হাসান।
এসময় জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও কলেজ শাখার আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান লাভলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিকসহ জেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।