হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। জেঁকে বসা শীতে বেশি কাবু নিম্ন আয়ের মানুষরা। শীতার্ত দুস্থ মানুষের উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যায় এবারও লেপ ও কম্বল বিতরণ করেছে মোবারকপুর কল্যাণ সংস্থা ।
২৬ জানুয়ারি শুক্রবার শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লায় দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মোবারকপুর কল্যাণ সংস্থার মহতি কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেরপুর পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস বজলুল করিম বাপ্পি, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সমাজ সেবক শরাফত আলী, ওয়াসিম আকরাম, শাহ জাহান তালুকদার, আলমগীর আল আমিন হারুন, মোশারফ মাস্টার প্রমুখ। তারা বলেন, সংস্থাটি মোবারকপুরের দুঃস্থ মানুষদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল, নগত অর্থ, মনোহরী দোকান, ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। হারিয়ে যাওয়া হা ডু ডু খেলা, ঘুড়ি খেলা, সুই সূতা খেলা বিভিন্ন সাংস্কৃতিক চর্চাও করছে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে কৃতি শিক্ষার্থী পুরুস্কারেও আয়োজন করে। আমরা তাদের পাশে আছি।
মোবারকপুর কল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক মিলন বলেন, আমরা আপনাদেরই সন্তান। কনকনে শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আপনাদের উপহার দিচ্ছি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, সহ সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, কোষাধক্ষ্য শহিদুল ইসলাম, সদস্য আবির হোসাইন জনি, সাজিব, জিয়াউল হক, কবির মিয়া, আরিফ হোসাইনসহ অনেকেই।
এসময় মোবারকপুর, কালীগঞ্জ ও যোগিনীমুড়ার প্রায় শতাধিক শীতার্তদের লেপ ও কম্বল উপহার দেওয়া হয়।