শেরপুরে দুই শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শামীম মিয়া (২১) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসাথে আসামি শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূেত্র জানা গেছে, ভুক্তভোগী শিশুরা নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো দুই বোন এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। ২০১৯ সালের ৯ মে বিকেলে প্রতিবেশি নওশেন আলীর ছেলে শামীম মিয়া বিস্কুট ও নানা খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কাঠের বাগানে নিয়ে তাদের ফুসলিয়ে ধর্ষণ করে। রাতে তারা অসুস্থ হয়ে পড়লে জানতে চাইলে পরিবারের লোকজনকে ঘটনা খুলে বলে তারা। এই ঘটনায় পরদিন নকলা থানায় শামীম মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় শামীম। তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর একমাত্র আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানার এসআই শরীফ হোসেন। বিচারিক পর্যায়ে বাদী, ২ ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।