শিক্ষার ব্যবস্থাকে পরিবর্তন না করলে এই প্রশ্ন ফাঁস হতেই থাকবে, এমন প্রশ্ন করা উচিৎ যে, বই দেখে যেন ছেলেরা লেখতে পারে, বই খুলে প্রশ্নের উত্তর দিবে, তাহলে আর এই প্রশ্ন ফাঁসের ব্যবস্থা থাকবে না বলে মন্তব্য করেছেন স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। তিনি আজ বিকেলে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যপী বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যে শিক্ষা ব্যবস্থা আমাদের চালু আছে, তার অবসান না ঘটলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। শুধু কোচিং সেন্টার বন্ধ নয়, পাঠ্য বইয়ের পাশাপাশি বাইরের বই পড়ার অভ্যাস করতে হবে।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি অধ্যাপক যতীন সরকার, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমূখ বক্তব্য রাখেন। পরে ইউএনও রাজীব কুমার সরকার লিখিত রম্যরচনা ‘কবি সব করে রব’ বইয়ের মোড়ক উন্মোচন এবং উদীচী শেরপুর জেলা সংসদ ‘মরা’ নাটক মঞ্চস্থ করে।