শেরপুরের শ্রীবরদীতে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকালে শ্রীবরদী থানার আয়োজনে থানা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আবুল হাসিম। শ্রীবরদী থানার সাব ইন্সপেক্টর (সেকেন্ড অফিসার) তাহেরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক চন্দন কুমার দাশ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দিলীপ বিশ্বাস প্রমূখ। এসময় উপজেলার ৯ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক, পুলিশ অফিসার ও সাংবাদিক উপস্থিত ছিলেন।