শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন শেরপুরের জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম । হঠাৎ করেই সারা দেশের ন্যায় শেরপুরেও শীত জেঁকে বসেছে সাথে যোগ হওয়া কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তাই এই শীতের রাতে কনকনে ঠান্ডায় বিপর্যস্থ অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে পৌর এলাকা সহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করছেন জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের থানামোড়, নিউমার্কেট, ডিসি গেইট এবং শহরের বাইরে কুসুমহাটি বাজার এলাকায় শীতবস্ত্র নিয়ে তিনি নিজ হাতে পৌছে দেন খেটে খাওয়া এবং ছিন্নমুল অসহায় মানুষদের কাছে ।
তিনি গাড়ী থেকে নেমে যখন হতদরিদ্র রিকশা চালক, দিনমজুর, হোটেল শ্রমিক, ভবঘুরে, অপ্রকৃতিস্থ’ শীতার্থ ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করছিলেন তখন তা দেখে অনেক পথচারীই হতচকিয়ে যান এবং এই মহতি উদ্যোগের প্রশংসা করেন।