স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বর্তমান খেলার ধরন নিয়ে খোলামেলা সমালোচনা করেছেন ক্লাবটির সাবেক কোচ রোনাল্ড কোম্যান। গত বছরের অক্টোবর পর্যন্ত তিনিই ছিলেন বার্সেলোনার কোচ। এরপর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আরেক কিংবদন্তি জাভি হার্নান্দেজকে।
আসন্ন কাতার বিশ্বকাপের পর নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন কোম্যান। তার মতে, বার্সেলোনা এখনও পুরোনো আমলের ফুটবল খেলছে। যা বর্তমান সময়ের সঙ্গে মানানসই নয়। তাই তিকিতাকা ও পাসের ওপর জোর দেওয়া খেলার বদলে গতিময় ফুটবলে নজর দিতে বলছেন কোম্যান।
ইস্পোর্ট৩কে দেওয়া সাক্ষাৎকারে বার্সার সাবেক কোচ বলেছেন, ‘আমি সবসময় আধিপত্য বিস্তার করে খেলার পক্ষে। আপনি যদি তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলেন, তাহলে বলতে পারবেন না এটি একটি রক্ষণাত্মক কৌশল।’
তিনি আরও যোগ করেন, ‘তিন-চার মাস ধরে এই কৌশলে আমরা সেরা খেলা খেলেছি। যার সবচেয়ে বড় প্রমাণ বিলবাওয়ের বিপক্ষে ফাইনাল ম্যাচটি। বার্সা এখন অতীতে বাস করে। আগের ৪-৩-৩ বা তিকিতাকা থেকে ফুটবল এখন গতিময় হয়ে গেছে। আপনি অতীতে বাস করতে পারবেন না।’
এসময় বার্সেলোনার সম্ভাব্য নতুন সাইনিং রবার্ট লেওয়ানডস্কির ব্যাপারেও মতামত দিয়েছেন কোম্যান। তার মতে, লেওয়ানডস্কিকে দলে নেওয়া বার্সার জন্য ভালো সিদ্ধান্ত হবে। তবে সেক্ষেত্রে বয়সের কথা চিন্তা করে ট্রান্সফার ফি ও বেতনের দিকটাও দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
কোম্যানের ভাষ্য, ‘লেওয়ানডস্কি দুর্দান্ত খেলোয়াড়, অসাধারণ গোলস্কোরার। কিন্তু তার বয়স হয়েছে। এখন ৩৫ বছর বয়সী কারও জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরোর সঙ্গে আবার উচ্চ বেতনের ব্যাপারে আমার সংশয় আছে। হয়তো আর দুই বছর খেলতে পারবে সে। তাই আমার কিছুটা সংশয় আছে।’