চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর আরো এক মন খারাপের সংবাদ পেল লিভারপুল সমর্থকরা।
দলটির অন্যতম প্রাণভোমরা সাদিও মানে আর থাকছেন না অলরেডদের হয়ে।
স্পেন ও ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, এই গ্রীষ্মেই লিভারপুল ছেড়ে যাবেন সাদিও মানে।
তবে কোথায় যাচ্ছেন সেনেগালের এই ফরোয়ার্ড?
এ প্রশ্নের জবাব সরাসরি দেননি মানে। তবে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের দাবি, আনফিল্ড ছেড়ে মানে যেতে চাইছেন জার্মানির সেরা দল বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে নাকি মানের কথাবার্তা চলছে।
২০১৬ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন মানে। যোগদানের পরই মোহামেদ সালাহদের সঙ্গে তাল মিলিয়ে দারুণ সব পারফরম্যান্স দেখিয়েছেন মানে।
সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে গোল করেছেন ১২০টি। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার পর ২০২০ সালে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুল দলের অন্যতম সেরা পারফরমার মানে।