শেরপুরের নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালতে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলার কালিনগর বাইপাস মোড়ে আল আমিন বেকারী ও পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার শান্তির মোড়ে অবস্থিত মিজান বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
সুত্র জানায়, নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর বাইপাস এলাকার আল আমিন বেকারী ও সীমান্তবর্তী বারমারী এলাকার মিজান বেকারী দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া ওই দুই বেকারীতে উৎপাদিত পণ্য বিএসটিআই কর্তৃক অনুমোদিত না হওয়ায় ও লাইসেন্স না থাকায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএসটিআই এর ফিল্ড অফিসার অর্নব চক্রবর্তী ও নালিতাবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।