কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে সোমবার সকাল সাড়ে ১০টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছান জোলি। এরপর তিনি সড়ক পথে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
জোলি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর হোটেল রয়েল টিউলিপে রাত্রিযাপন করবেন। মঙ্গলবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।
সূত্র: ইত্তেফাক