এবারের ঈদুল আজহায় পাচঁ নাটকে অভিনয় করছেন নবাগত অভিনেতা শেরপুরের সন্তান এহসান হাবীব অংকন। নাটক গুলো হলো- শুভ্র খানের পরিচালনায় ‘ভাগ্যে থাকলে ঠেকায় কে’ এবং ‘বাট কিন্তু হোয়াট মানে ভালবাসা’, মিলন ভট্টাচার্য এর ‘ভালো হতে পয়সা লাগে না’, মাহমুদ মাহিনের ‘হ্যালো ম্যারিড লাইফ এবং মিউট’।
পাচঁটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অংকন। তিনি অভিনয়ের পাশাপাশি সহকারী নাট্য পরিচালক হিসেবে কাজ করছেন গুনী নিমার্তা শুভ্র খান এবং শ্রাবণী ফেরদৌস সহচর্যে। এছাড়া তিনি অপোজিট ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ড্রামার হিসেবেও কাজ করছেন।
এ প্রসঙ্গে নবাগত অভিনেতা অংকন বলেন, ‘ছোটবেলা থেকে অভিনয়ের খুব ইচ্ছে ছিল। কিন্তু সেভাবে কখনো অভিনয় করবো চিন্তা করি নি। ২০১৪ সালে শুভ্র খানের পরিচালনায় অনাকাঙ্ক্ষিত সত্য নামে একটা ধারাবাহিক নাটকে কাজ শুরু করি। তখন থেকে অভিনয়ে ভালো লাগা শুরু করে।’
তিনি আরও বলেন, ‘পরে ব্যক্তিগত সমস্যার কারণে সেটা ধারাবাহিক ভাবে হয়ে উঠেনি। দীর্ঘ বিরতির পর শুভ্র খান ভাই এবং শ্রাবণী ফেরদৌস আপুর সাথে এ্যাসিস্ট করতে শুরু করি। পাশাপাশি অভিনয়টাও কন্টিনিউ করার চেষ্টা করছি। আর এই ঈদে আমার অভিনীত ৫ টি নাটক আসছে বিভিন্ন চ্যানেলে। এটাও খুব ভালো লাগার বিষয়।’
নাটকের পাশাপাশি মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন অংকন। জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার কম্পোজিশন এবং রাহাত ফতেহ আলীর কন্ঠে গাওয়া গান এবং শাহরিয়ার পলকের পরিচালনায় ‘ভালবাসা পর হয়েছে’ নামক মিউজিক ভিডিও এবং ইলিয়াস হোসেনের ‘ফেসবুক প্রেম’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।
এছাড়াও অমিতাভ রেজার পরিচালনায় ডিপ্লোমা গুড়ো দুধের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেন এই অভিনেতা। যা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন নীরব, বুবলি সহ অনেকে।
এহসান হাবিব অংকনের জন্ম শেরপুরে,বাবা জিএম কায়সার আমিন এবং মা কাজী আফরোজা আমিনের দ্বিতীয় সন্তান তিনি। শেরপুরের আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল, গাজীপুর ক্যাডেট কলেজের পাঠ শেষ করে অংকন এখন রুপালী পর্দার পরিচিত মুখ। দেশের বিখ্যাত গীতিকার, ‘চোখ যে মনের কথা বলে’ সহ অসংখ্য গানের স্রষ্টা , চিত্রনাট্য লেখক,পরিচালক প্রয়াত কাজী আজিজ আহমেদের নাতি এহসান হাবিব অংকন তার সাফল্যের জন্য সবার কাছে শুভকামনা প্রত্যাশা করেন।