রাত পোহালেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদীর ১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে।
ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝিনাইগাতীর সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ জন ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।