রাত পোহালেই ঈদ। আর পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য শেরপুরের ছোট-বড় সব ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে । ইতিমধ্যে বাঁশ ও কাঠ দিয়ে ফ্রেম তৈরি করে কাপড় টানানো হয়ে গেছে প্রায় সব মাঠেই। আবার অনেক মাঠেই টানা হচ্ছে বৈদ্যুতিক তার। তৈরি করা হচ্ছে গেইটও ।
শেরপুর শহরে ঈদের প্রধান জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে শহীদ দারোগ আলি পৌরপার্ক সংলগ্ন ঈদগাহ মাঠে । ঈদের জামাতকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ।
নির্বিঘ্ন নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমস.কমকে জানান, ঈদ জামায়াতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে পুলিশ। থাকবে টহল পুলিশও। এ ছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার বিষয়টি দেখবে। শহরাঞ্চলে জানমালের নিরাপত্তার জন্য প্রতিটি এলাকায় সংশ্লিষ্ট থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ টহল দেবে। তাদের সহযোগিতা করবে টহল ও সাদা পোশাকের পুলিশ।
এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, ব্লকরেইড অব্যাহত থাকবে।