আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখা, যানবাহন চলাচলে ট্রাফিক আইন মেনে চলাসহ আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে থানা পুলিশের সভাকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন।
ঝিনাইগাতী থানা পুলিশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া। এতে থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল, জনতা ব্যাংক ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক হিমাদ্রি, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও তিনানী বাজার কমিটির সভাপতি একেএম ছামেদুল হক, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান মুক্কু, ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ব্যবসায়ী মেহেদী হাসান হালিম, সম্রাট প্রমুখ।
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে আমরা অবশ্যই ধর্মীয় নিয়ম নীতি মেনে চলব। পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখাসহ চুরি, ছিনতাই বন্ধে সবাইকে সচেতন হতে হবে। এছাড়া তিনি যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
মতবিনিময় সভায় ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, বাজার কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।