বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় থাকা যেসব প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা অর্জন করেছে সেসব প্রতিষ্ঠানকে এ অর্থবছরেই এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণে চাহিদা অনুযায়ী বরাদ্দও পাওয়া গেছে।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি। সে কাজটি যেন আমরা আরও দ্রুততার সাথে ভালোভাবে করতে পারি সে চেষ্টাও চলছে।’
জিপিএ-৫ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা বিশ্বেই জিপিএ’র এ বিষয়টি ৪ স্কেল করা হয়। আমাদের দেশেও উচ্চ শিক্ষায় ৪-এর স্কেলে হয়। শুধুমাত্র এইচএসসি পর্যন্ত ৫ স্কেলে আছে। তাই আমাদের দেশের উচ্চ শিক্ষা ও বিদেশের সঙ্গে তাল মিলিয়ে একই পরিকল্পনা করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।