শোবিজের সাম্প্রতিক সময়ের আলোচিত মুখ সানাই। গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪/৭’ ছবির মধ্য দিয়ে শোবিজে পা রাখা সানাই এখন মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের প্রথম দিন মুক্তি পেল তার অভিনীত একটি মিউজিক ভিডিও।
‘বড় লোকের মাইয়া’ শিরোনামে মিউজিক ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। মাত্র ১ দিনেই ১ লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এতে সানাইয়ের বিপরীতে অভিনয় করেছেন আনান খান।
এ প্রসঙ্গে সানাই বলেন, ‘‘বড় লোকের মাইয়া’ গানটা ভালো লেগেছে। তাই এটা করতে আগ্রহী হই। দর্শক-শ্রোতারা মিউজিক ভিডিওটি ভালোভাবেই নিয়েছে।’
বড় লোকের মাইয়া গানের কথা লিখেছেন, সোহেল মাহমুদ। কণ্ঠ দিয়েছেন শফিক মাহমুদ। গানের সংগীত আয়োজন করেছেন মহিদুল হাসান মন। আর ভিডিও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ।