:অরণ্যানী:
যাব না আর যাব না ভাই,
যাব না আর ওই কূলে।
যাব না তো কক্ষনো আর,
যাব না মনের ভুলে।
কোন্ নেশাতে মাতিয়ে ছিলিস,
কূল ছেড়ে যে ভাসিয়ে ছিলিস,
কূল হারিয়ে ভেসে গেলাম
কখন অথৈ জলে।
যাব না আর যাব না ভাই,
যাব না তাই ওই কূলে।
কোন্ খেলাতে ভুলিয়ে ছিলিস,
দিন রাত সব গুলিয়ে ছিলিস,
সকাল বিকেল দুপুর সবই
এক হল সেদিন থেকে।
হারিয়ে গেল সময় আমার
কবে যেন তোর ডাকে।
ভুলে গেলাম তারিখ বার,
পেরিয়ে গেল মাস বছর,
সামনে হঠাৎ তাকিয়ে দেখি
কূল হীন অগাধ জল।
পার হবো কেমন করে,
ভেবে তখন পাই না তল।
যাব না আর, যাব না ভাই,
যাব না তাই ওই কূলে
যাব না তো কক্ষনো আর,
যাব না মনের ভুলে।
জীবনে তুই তিন তিন বার
ফিরে ফিরে আসার পর
এখন তোকে এড়িয়ে চলি,
ভাঙবি আবার মনের ঘর।
যাব না আর যাব না ভাই
যাব না তাই ওই কূলে।
যাব না তো কক্ষনো আর,
যাব না মনের ভুলে।