ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার নজরুল ইসলাম। এছাড়া ডিবির শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন শেরপুরের নওয়াজেশ আলী খান।
কর্মদক্ষতা, স্বচ্ছতা ও সাহসিকতার মাধ্যমে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সাহসী ভূমিকা রাখাসহ নানাবিধ কারনে তারা ওই অধিকার অর্জন করেন। ৯ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তার কার্যালয়ে তাদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম (বার), শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।