রাশিয়া বিশ্বকাপ নিয়ে আইএস (ইসলামিক স্টেট) একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে। মেসি, নেইমারের পর এবার রোনালদোকে নিয়ে হুমকি দিল ওই জঙ্গিগোষ্ঠীটি।
বিতর্কিত সংস্থা সাইট ইন্টেলিজেন্স রোনালদোর ছবি প্রকাশ করেছে।
সেখানে দেখা যাচ্ছে, পর্তুগিজ অধিনায়কের চোখের নিচে আঘাতের চিহ্ন, তার পেছনে দাঁড়িয়ে অস্ত্রধারী এক জঙ্গি।
সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়। অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি!’
কদিন আগে মেসিকে নিয়ে একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করেছিল আইএস। সেই ছবিতে দেখা গেছে, হাজতে আটকে থাকা লিওনেল মেসিকে। মেসির চোখ বেয়ে নামছে রক্ত। আর পাশে লেখা, ‘জাস্ট টেরোরিজম’!
এরপর নেইমার, ফ্রান্স ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমও আইএসের হুমকির শিকার হন।
তথ্যসূত্র : দৈনিক যুগান্তর, ৩০ অক্টোবর ।