জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরিক্ষার্থীসহ দুইজন নিহত একজন আহত হয়েছে। নিহত ছাত্রের নাম স্বপন (১৭)। সে ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠাণপাড়ার শরাফত আলীর ছেলে বলে জানাগেছে।
ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল সকাল সোয়া ৯টার দিকে হাজরাবাড়ি ফকিরবাড়ির সামনে। সে মানকি নাছিমা-মোজাহারুল টেকনিকেল কলেজের ছাত্র। অধ্যক্ষ মোস্তফা আলম ওসি তদন্ত টিপু সুলতান জানান-ওই পরিক্ষার্থী নিজবাড়ি থেকে অটোবাইক যোগে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রে আসার পথে হাজরাবাড়ি এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি (ঢাকা মেট্রো-১০-১১২৮) সিএনজি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। অটো-ড্রাইভার জীবন (২৪) আহত হয়। ঘাতক সিএনজি পালিয়ে যায়।
অপরদিকে ৮ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ বাজার থেকে চরপাড়াগামী রাস্তায় মাহেন্দ্র পাশের খাদের সাথে ধাক্কা খেয়ে হেলপার সুমন (২০) ঘটনাস্থলেই মারা যান। নিহত সুমন শ্যামপুরের শুটকু শেখের ছেলে বলে জানাগেছে।#