শেরপুরের অত্যাধুনিক মিমোজা রিটেইল চেইনের মিমোজা ফ্যাশন হাউজের লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের নিউমার্কেট ২য় তলা মিমোজা ফ্যাশন হাউজে এ ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানটি শেরপুরের তারুণ্যের ভিডিও প্ল্যাটফর্ম শেরপুর লাইভ, শেরপুর টাইমস ও মিমোজা ফ্যাশন হাউজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
মিমোজা পরিবারের মিমোজা এন্টারপ্রাইজ, মিমোজা ফ্যাশন হাউজ ও মিমোজা কিডস কর্ণারের নামকরণ যার নামে সেই মিমোজার শুভ জন্মদিন উপলক্ষে এই লাকি কুপনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। মিমোজা পরিবার থেকে শেরপুর টাইমসকে জানানো হয়েছে, ঈদ আয়োজনে একমাস যেসব ক্রেতা মিমোজা ফ্যাশন হাউজ থেকে পোষাক ক্রয় করেছেন, তাদের সবাইকে একটি করে শুভেচ্ছা কুপন দেয়া হয়েছিলো। মিমোজার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সেই লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে।
লাকি কুপনের ড্র অনুষ্ঠানে প্রথম পুরষ্কার একটি ডিনারসেট জয়ী হয়েছেন রাজ কুমার গুপ্ত রাজু, ২য় পুরষ্কার ইলেকট্রিক ওভেন জয়ী হয়েছেন সূবর্ণা এবং ৩য় পুরষ্কার ব্লেন্ডার মেশিন জয়ী হয়েছেন পারভেজ আহমেদ। জয়ী তিনজনের সাথেই লাইভ অনুষ্ঠানে মুঠোফোনে যোগাযোগ করা হয়। পরে ১ম পুরষ্কার জয়ী নিজে ও ৩য় পুরষ্কার জয়ীর একজন প্রতিনিধি লাইভ অনুষ্ঠানেই পুরষ্কার গ্রহন করেন। তবে ২য় পুরষ্কার জয়ী সূবর্ণা ঢাকায় অবস্থান করায় তার পুরষ্কার পরবর্তীতে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন মিমোজা ফ্যাশন হাউজ কর্তৃপক্ষ। জয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মিমোজা পরিবারের রিয়াজ উদ্দিন রাব্বী ও তৌহিদুল হক সৌমিত।
শেরপুর লাইভের অনুষ্ঠান সঞ্চালক সোহাগী আক্তারের সঞ্চালনায় লাকি কুপন ড্র অনুষ্ঠানে মিমোজা পরিবারে মিমোজা কিচেন এন্ড ডাইনিং নামের আরো একটি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে যুক্ত হওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া আগামী বুধবার থেকে মিমোজা ফ্যাশন হাউজে ডিসকাউন্ট অফার চলবে বলেও গ্রাহকদের জানানো হয়েছে। সেইসাথে করোনা মহামারীর সময়ে ঘরে বসেই মিমোজা ই-কমার্স mimoza.com.bd থেকে প্রয়োজনীর কেনাকাটার কথাও জানানো হয়েছে।