বলিউডে চলতি সময়ের আলোচিত নাম নোরা ফাতেহি। ছোট-বড়-মাঝারি সব ধরনের ছবিতেই যেন নোরার আইটেম ড্যান্স এখন আবশ্যক হয়ে উঠেছে। সবকিছু ঠিকঠাক চলছিল। এর মাঝেই কিছুদিন আগে আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছিল ঊউ। নোরাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন, তিনি নোরাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন। আর তারপর থেকেই শুরু হয়েছে জল ঘোলা। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে বর্তমানে সস্ত্রীক জেলবন্দি সুকেশ।
সম্প্রতি আদালতে পেশ করা হয় তাকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোলাবাজিতে অভিযুক্ত সুকেশ দাবি করেন, তিনি নোরা ফাতেহিকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সাংবাদিকরা গাড়ির নাম জানতে চাইলে তার জবাব, নোরাকে গিয়ে জিজ্ঞাসা করুন। সম্প্রতি নোরা একটি ইগড গাড়ি কিনেছিলেন বলেই খবর। অভিনেত্রীকে বিভিন্ন সময় ওই গাড়ি করে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। তবে কী সেই গাড়িই নোরাকে উপহার দেন সুকেশ? উত্তর মেলেনি। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ছাড়াও আরও ২০টি তোলাবাজির মামলা রয়েছে সুকেশের বিরুদ্ধে। ঊউ আধিকারিকদের দাবি, জেলের ভেতর থেকেই একাধিক চক্র চালাচ্ছেন ওই ব্যবসা।
সম্প্রতি অভিনেত্রী নোরা বিষয়টি নিয়ে বলেন, মিডিয়া ও বিভিন্ন মহলে যে ধরনের খবর রটেছে তা ভিত্তিহীন। আমি পরিস্থিতির শিকার। আমি মামলাটিতে আধিকারিকদের সহযোগিতা করার চেষ্টা করবো। প্রসঙ্গত, এই একই মামলায় সম্প্রতি তলব করা হয়েছিল বলিউডের প্রথম সারির অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। ২৫শে সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির দপ্তরে গিয়েছিলেন নায়িকা। তাকে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সালমান ঘনিষ্ঠ অভিনেত্রীকে কেন্দ্রীয় সংস্থার তলবের খবর প্রকাশ্যে আসামাত্র ওই প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি আর্থিক তছরুপের সঙ্গে জড়িত জ্যাকুলিন? যদিও গোয়েন্দা সংস্থা তখনই স্পষ্ট করে অভিনেত্রী ঘটনায় অভিযুক্ত নন। সুকেশ চন্দ্রশেখরের মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছিল ‘কিক’ খ্যাত অভিনেত্রীকে।