মুন্সীগঞ্জে মামাতো বোনের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে ফুফাতো বোন আটক হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রক্সি দিতে আসা ভুয়া পরীক্ষার্থীর নাম জেসিয়া আক্তার (২০)। সে মুন্সীগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে। সে তার মামাতো বোনের পরীক্ষা দিচ্ছিল।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম জানান, প্রক্সি দিতে আসা ওই ভুয়া পরীক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মূল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।
জেসিয়া বলেন, আমার মামাতো বোন সাদিয়া মুন্সীগঞ্জ মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে অসুস্থ থাকায় তার হয়ে আমি পরীক্ষায় অংশ নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, ভুয়া পরীক্ষার্থী মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। সে জানিয়েছে তার বোন অসুস্থ। তাই তার হয়ে একটি পরীক্ষায় অংশ নিতে এসেছে। সার্বিক বিবেচনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।