শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের নিভৃত পল্লী কোহাকান্দা গ্রাম। এই গ্রামেরই দরিদ্র অসহায় ষাটর্ধো আলেমান নেছা। দীর্ঘদিন ধরে পিত্তনালীর পাথর ও ক্রনিক প্যানক্রিয়াটাইটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত । নানা ভূল চিকিৎসায় খরচ করে ফেলছেন নিজের সহায় সম্পদ বলে যা কিছু আছে।
দীর্ঘ সময় নানা চিকিৎসা করেও ধরা পরেনি রোগটি। এখন রোগ ধরা পড়লেও প্রয়োজন লাখ টাকা খরচের একটি অপারেশনের জানিয়েছেন চিকিৎসকরা । কিন্ত পারিবারিক অসচ্ছলতায় সম্ভব হচ্ছেনা অপারেশনের খরচ যোগার করার। কিন্তু ভাগ্যের নির্মমতায় কখনো হাসপাতালের বিছানায়,কখনো বাড়ীতে ধুকে ধুকে দুঃসহ যন্ত্রণায় সময় কাটাতে হচ্ছে তাকে। । জীবন যেন এখন এক নরক যন্ত্রণা।
এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা আলেমান নেছা পরিবারের । তার ওপর চিকিৎসার জন্য টাকা জোগাড় করা কোনো অবস্থায় তাঁর পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় তাকে বাঁচাতে মাত্র ১ লাখ টাকা জোগাড়ে দেশের বিত্তবান, দানশীল মানুষ ও মানবতার কল্যাণে কাজ করা বিভিন্ন মানবিক সংগঠনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ আলকাছ, হিসাব নম্বর : ২০৫০৭৭৭০২১৮২৪৯৫৮৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, (আউটলেট ১৮৮/০৫,গাজীরখামার বাজার) শেরপুর শাখা,শেরপুর। বিকাশে পাঠাতে চাইলে ০১৭৭৯৬৮০৯২০। এ ছাড়া ০১৬৪৮১১০৫১৩ বিকাশ নম্বরে পাঠানো যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।