ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪০তম ম্যাচে সোমবার মোস্তাফিজের রাজস্থান রয়েলসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। আইপিএলের প্লে অফ নিশ্চত করতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই মোস্তাফিজদের।
চলামান আইপিএলের ৯ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে রাজস্থান রয়েলস। তাই আজকের ম্যাচে জয় লাভ করলেই পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠবে মোস্তাফিজের দল। তাই এই ম্যাচে জয়ের কোন বিকল্প থাকছে না।
অপরদিকে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জিততে পেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই তাদের আজকের ম্যাচ বলা চলে নিয়ম রক্ষার।
এদিকে রাজস্থানের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে ফিরতে পারেন এভিন লুইস এবং ক্রিস মরিস। তবে আজকের ম্যাচের একাদশে নিশ্চিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কারণ চলমান আইপিএলে দারুণ করছে টাইগার এই ফাস্ট বোলার।
রাজস্থানের সম্ভাব্য একাদশ
জশস্বী জাসওয়েল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, এমকে লমরর, রায়ান পরাগ, রাহুল তেয়াতিয়া, কার্তিক তিয়াগি, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি। হায়দরাবাদের সম্ভাব্য একাদশ
ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, কেদার যাদব, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।