ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় ফরহাদ (১৮) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ রেলপথে গফরগাঁও স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক ফরহাদ হোসেন (১৮) উপজেলার ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।
গফরগাঁও রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করে ওই তরুণ। চলন্ত ট্রেনে ছোঁড়া পাথরে ট্রেনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। এসময় দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি জিআরপি পুলিশ ফাঁড়িতে জানান। পরে আনসার ও জিআরপি পুলিশ অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে আটক করে।
তিনি আরও বলেন, আটক ফরহাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে হাজতে পাঠানো হয়েছে।